Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

              তথ্য ও সেবাকেন্দ্রে কিকি সেবা দেয়া হয়

 

                       নিন্মে তার বিবরণ

 

 

১। অতি অল্প খরচে জনগনের দূর গোড়ায় সেবা পৌছিয়ে দেয়া হয়।

২। জমির পর্চা সই মহুরীর নলকল একসপ্তাহে  দেওয়া হয়।

৩। ছবি দেখে কথা বলা যায় ।

৪। বিশ্ববিদ্যলয়ে ভর্তি ফরম  পাওয়া যায়।

৫। সকল পরীক্ষার রেজাল্ট  পাওয়া  যায়।

৬। ই-মেইল করা হয়।

৭। পাসফোটের ফরম পাওয়া যায়। এবং আবেদন করা যায়।

৮। ছবি তোলা হয় । স্ক্যান করা হয়

৯। কম্পিউটারে ছাত্র প্রশিক্ষণ দেওয়া হয়।

১০। জন্মনিবন্ধ   কার্ড দেওয়া হয়।

১১। ডার্চ বাংলা মোবাইল ব্যাংক

১২। কম্পোছ করা হয়।