Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিক পরিকল্পনা

০৬নং নরুন্দি ইউনিয়ন পরিষদ

জামালপুর সদর, জামালপুর।

বিষয়ঃ নরুন্দি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি/ ২০২১ মাসের সভার কার্যবিবরনী 


সভাপতিঃ মোঃ শাহজাহান আলী সরকার                                                    পদবীঃ চেয়ারম্যান

সভার স্থানঃ ইউনিয়ন পরিষদ কার্যলায় 

সময়ঃ ১২ ঘটিকা।                                                                                      তারিখঃ২৫-০১-২০২১

(সভায় উপস্থিত সদস্যদের স্বাক্ষর সংযুক্ত)

সভাপতি  সদসদ্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। অতপর বিগত সভার কার্যবিবরনী পর্যালোচনা পূর্বক কোনরুপ সংশোধন না থাকায় উহা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। 

ক্র. নং আলোচ্য বিষয় আলোচনা/পর্যলোচন  সিন্ধান্ত বান্তবায়নে
০১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব তার ইউনিয়ন পরিষদের সামগ্রীক কর্মকান্ডের বিবরণ দেন। ইউয়িনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন। প্রত্যেক বিভাগ তাদের বসতবাড়ীর উপর হোল্ডিং কর আদায়ের লক্ষে এ্যাসেসম্যান তৈরী করা হয়েছে বলে জানান। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।  সকল সেবা প্রাদনকারী সংগঠন এ ইইনয়নের জনকে কর প্রাদনে উদ্বু করার ব্যবস্থা গ্রহন করা হবে।  ইউনিয়ন পরিষদ 
০২ এলজিইডি  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমিউনিনিট অর্গানাইজার জানান যে, আরএমপি মহিলা শ্রমিকগন নিয়মিতভাবে গ্রামীন রাস্তা সময়হের মেরামত কাজ সম্পন্ন করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অব্যাবহত আছে।  গ্রামীন রাস্তা সময়হের মেরামত কাজ সম্পন্ন করার মাধ্রমে যোগযোগ ব্যবস্তার উন্নয়ন ঘটাতে হবে।   এলজিইডি ও ইউপি। 
০৩ কৃষি বিভাগ সভার উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফখরুর হাসান পুষ্টি সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে সকল অবগত করেন। পুষ্টির গূনাগুনের জন্য ৪-৫ রকমরে সবজিআবাদ করা প্রয়োজন। ধানের চারা রোপন কার্যক্রম চলমান। ফলনের পরিমাণ বৃব্ধি জন্য সার কীটনাশকের পরিমাণ সম্পর্কে ব্যাখ্যা দেন। বর্তমানে নরন্দি ইউনিয়ন এ বিভাগের কার্যক্রম সুষ্ঠভাবে চলছেএর সুফল যাতে কৃষকেরা পায় সে জন্য এ দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

সার-কীটনাশক ডিলারদের বিক্রয় কার্যক্রম মনিটারিং করতে হবে।  ইউনিয়ন পরিষদ 
০৪ আনসার ও ভিডিটি  আনসার ও ভিডিটি দলনেতা জা্নান তার কাজ সুষ্টুভাবে চলছে। বর্তমানে কোন প্রশিক্ষনের ব্যবস্থা নেই। ইউনিয়নের আইন শৃঙ্গলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  ইউপির সংগে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।  আনসার ভিডিটি দলনেতা এ ইউপি
০৫ সমাজসেবা  ইউনিয়ন সমাজকর্মী জনান প্রত্যেক ইউপিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের নগদ একাউন্ট এর কাজ করা হবে। যাতে সকল প্রকার ভাতাভোগীদের এর আওতায় আসে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন।  ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উপস্থিত সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।  ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট সকল। 
০৬ জনস্বাস্থ্য অফিস  সভায় উপস্থিত উপ-প্রকৌশলী সভায় জানান যে, এলজিএসপি হতে নলকূপ  ও ল্যাট্রিন প্রদান কর হয়ে থাকে। এ ব্যাপারে জনস্বাস্থ্য অফিসারের সাথে সমন্বয় করা হলে দ্বৈততা পরিহার করা যায়।  জনস্বাস্থ্য অফিসের সাথে সমন্বয় করা হবে।  জনস্বাস্থ্য অফিস ও ইউপি 
০৭ স্বাস্থ্য বিভাগ  সভায় উপস্থিত উপ-সহকারীকমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা বলেন যে, তার অফিসের কার্যক্রম সঠিকভাবে চলছে।আপাতত কোন সমস্যা নেই। ভবিষ্যৎ কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্যইউপির সহযোগিতা কামনা করেন। কার্যক্রম সুষ্টভাবে পরিচালনার জন্য ইউপির সংগে সমন্বয় করা হবে। উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ও ইউপি। 
০৮ বিআরডিবি অফিস  বিআরডিবি প্রতিনিধি জানান যে, তার বিভাগের কার্যক্রম ঠিকমত চলছে। । ভবিষ্যৎ কার্যক্রম সঠিকভাবে চালানোর জন্যইউপির সহযোগিতা কামনা করেন। কার্যক্রম সুষ্টভাবে পরিচালনার জন্য ইউপির সংগে সমন্বয় করা হবে। বিআরডিবি ও ইউপি। 
০৯ স্থায়ী কমিটি  সভাপতি সাহেব বলেন তারাগঞ্জ কমিউনিটি ক্লিনিকের সার্বিক সুবিধাদি রয়েছে। তাবে  ক্লিনিকের বাউন্ডারি ওয়ালের প্রয়োজন। আড়ালিয়া কমিউনিটি ক্লিনিকের ছাদ জানালা সুপেয় পানির ব্যবস্থা করা প্রয়োজন। বিদ্যালয়ের নলকুপ নষ্ট ও ছাত্র/ছাত্রীদের বসার বেঞ্চ স্বল্পতা পরিলক্ষিত হয়।  এ ব্যাপারে উপজেলা সমন্বয় কমিটিতে বিষয়টি আলোচনার জন্য চেয়ারম্যান সহেবকে অনুরোধ করা হয়।  ইউপি স্থায়ী কমিটি, কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ।
১০ নিকাহ রেজিস্টার  সভায় উপস্থিত নিকাহ রেজিষ্টার এর প্রতিনিধি জনবা আব্দুল্লাহ জানান যে, এ ইউনিয়ন তার কার্যক্রম ঠিকমত চলছে। তিনি বাল্য বিবাহ বন্ধের জন্য ইউনিয়ন পরিষদে সক্রিয় সহযোগিতা কামনা করেন।  কার্যক্রম সুষ্টভাবে পরিচালনার জন্য ইউপি সহযোগিতা করবে।  সঙশ্লিষ্ট কাজী ও ইউপি।
১১ তথ্য ও সেবা কেন্দ্র  সভার উপস্থিত তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তার বলেন যে, তথ্য ও সেবা কেন্দ্রের কার্যক্রম ভাল ভাবে চলছে। বর্তমানে জন্ম মৃত্যুর ৪৫ দিনের মদ্যে নিবন্ধন ও সেবা প্রদান কার্যক্রম আরো ও উন্নয়নের ইইপর সহযোগিতা করেন।  কার্যক্রম সুষ্টভাবে পরিছালনোর জন্য ইউপি সহযোগিতা করবে।  উদ্যোক্তা ও ইউপি 
১২  এনজিও প্রতিনিধি  সভায় আইএসপিপি (যত্ন প্রকল্প) প্রতিনিধি উপস্থিত থেকে জানান যে, তারা শিশুদের নিয়ে কাজ করে। ০-৪৮ মাস বছর বয়দের শিশুদের ভাতা দিয়ে থাকে। নরুন্দি ইউনিয়ের ১৩৫৬জন শিশুর মাকে উপকারভোগী হিসেবে ভাতার আওতায় আনা হয়েচে। অতিদ্রু তালিকাভুক্ত উপকারভোগী যাচাইবাছাইপূর্বক এনড্রোলম্যা্নটা করা হবে। উন্নয়ন সংঘের পতিনিধি জানান যে, এই প্রকল্পের আওতায় স্থানীয় সরকার শক্তিশালী করণের পাশাপাশি স্বচ্ছ ও অঙশগ্রহন মূলক জন প্রশাসন উন্নয়নে নারীর অংশ গ্রহন বুদ্ধি এবঙ তাদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করা হয়। এই প্রকল্প স্থায়ী কমিটি নিয়ে কাজ করে।   এনজিও কার্যক্রম নিয়মিত ইউপিকে অবহিত করতে হবে। কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদ এর সমন্বয়ে কাজ করতে হবে।  সংশ্লিষ্ট এনজিও ।


অতপর অধকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানাাইয়া সভার কার্য সমাপ্তি যোঘনা করেন। 



চেয়ারম্যান 

০৬নং নরুন্দি ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

জামালপুর সদর, জামালপু।